বন্ধ করলেন এসিল্যান্ড, করোনা আতঙ্কেও বাল্যবিয়ের আয়োজন

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সব সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ থাকার সরকারি নির্দেশ উপেক্ষা করে সিরাজগঞ্জ পৌর এলাকায় বাল্যবিয়ের আয়োজনের চেষ্টাকে ভেস্তে দিলেন এসিল্যান্ড।
রোববার (০৫ এপ্রিল) রাতে শহরের সয়াধানগড়া দক্ষিণপাড়া এলাকায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্টেট মো. আনিসুর রহমানের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বরের বাবা, চাচা ও ভাইকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজরা টাকা জরিমানা করা হয়।
সোমবার (০৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার সন্ধ্যায় সয়াধানগড়া দক্ষিণপাড়া অষ্টম শ্রেণিরিএক ছাত্রীর (১৩) সঙ্গে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটারদাগ গ্রামের এক যুবকের (২৩) বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই কনের বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং বরের বাবা, ভাই ও চাচাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।